খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪

অবসর ভেঙে টেস্টে ফিরতে প্রস্তুত মঈন

0

গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। পাঁচ দিনের ক্রিকেটে মনোযোগ ধরে রাখা কঠিন হওয়ায় টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ৬৪ ম্যাচ খেলা মঈন। তবে এখন অবশ্য আবার টেস্ট ক্রিকেটে ফেরার চিন্তা করছেন এ অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ অ্যাশেজ সিরিজে ব্যর্থতার পর ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টে এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন অধিনায়কের পর নতুন কোচও পেয়েছে ইংলিশ টেস্ট দল। যার ফলে নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা।

আর এই চলমান টেস্ট সিরিজে দলের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাজে মুগ্ধ হয়েছেন মঈন। তাই দলে ফিরতে মরিয়া তিনি। এ বছরের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। সেই সফরের টেস্ট দলে ডাক পেলে ‘অবশ্যই যাবেন’ বলে ঘোষণা দিয়েছেন মঈন।

এই বিষয়ে মঈন বলেন, ‘যদি ম্যাককালাম আমাকে চায়, অবশ্যই পাকিস্তানে খেলব। কয়েকবছর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছি, কিন্তু এটা একইরকম নয়। পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ইংল্যান্ড দলের সাথে ভ্রমণ করাটা আশ্চর্যজনক হবে।’

এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে মঈন খেলেছেন ৬৪ টেস্ট। রান করেছেন ২৮.২৯ গড়ে ২৯১৪। আর ৩৬.৬৬ গড়ে ১৯৫ উইকেট নিয়েছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy