৬ ওভারে টার্গেট মাত্র ৩১ রান, তবুও টাই হল ম্যাচ
শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ঘটলো টাই ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ড। শ্রীলঙ্কায় চলমান মেজর ক্লাবস টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোববার বৃষ্টির বাগড়ায় কালুতারা টাউন ক্লাব ও গল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটির দৈর্ঘ্য কমে হয়ে যায় ৬ ওভারে। এরপর ব্যাট করতে নেমে দুই দলই ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০ রান। যা কিনা ছেলেদের টি-টোয়েন্টিতে টাই ম্যাচে এটাই সর্বনিম্ন স্কোর।
কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০ রান করে গল ক্রিকেট ক্লাব। দলের মাত্র একজন ব্যাটার দশের অঙ্ক পার করতে সক্ষম হন, চারজন খেলোয়াড় সাজ ঘরে ফিরে শূন্য রানে। অন্যদিকে কালুতারা টাউন ক্লাবের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন ইশাকা শ্রীবর্ধনে। এর মধ্যে একটি ওভারেই নিয়েছেন ৪ উইকেট।
জবাবে মাত্র ৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একই চিত্র কালুতারা টাউন ক্লাবেরও। নির্ধারিত ৬ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে তাদেরও ইনিংস থামে ৩০ রানে। দ্বিতীয় ইনিংসে দলের কোনোও ব্যাটারই দশ বা তার বেশী রান করতে পারেনি। যার মধ্যে আবার পাঁচ ব্যাটার ফিরেন শূন্য রানে।
আইসিসি স্বীকৃত কুড়ি ওভারের ম্যাচগুলোর মধ্যে অন্তত ১০ ওভার খেলা হওয়া কোনো ম্যাচে এটিই সর্বনিম্ন রানের রেকর্ড। ম্যাচের ১২ ওভারের মধ্যে মাত্র দুইটি ওভারে কোনো উইকেটের দেখা মেলেনি। উইকেটপ্রতি রান উঠেছে মাত্র ৩.৩৩ গড়ে। এটিও সর্বনিম্ন গড়ের রেকর্ড।