নেইমারের পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় ব্রাজিলের
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
জাপানের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। যার ফলে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত তিতের শিষ্যরা। তবে ভাগ্য সহায় ছিল না নেইমারের। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক টাচে গোলমুখে শট নেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে গোলবারে লেগে ফেরে বলটি।
এরপর নিয়মিত বিরতিতেই আক্রমণ করতে থাকে ব্রাজিলিয়ানরা। তবে জাপানের ডি বক্সের সামনে এসেই যেন খেই হারিয়ে ফেলতে থাকে দলটি। জাপানও নিজেদের ডিফেন্সে ব্রাজিলিয়ানরা আসতেই মৌমাছির চাকের মতো ঘিরে ধরছিল তাদের। প্রথমার্ধে মোট ১৫ শট নিয়েও (৩টি লক্ষ্যে) গোলের দেখা পায়নি ব্রাজিল। বিপরীতে জাপান মাত্র দুটি শট নিতে পেরেছে, লক্ষ্যে ছিল না একটিও। কিন্তু ব্রাজিলকে আটকে রাখতে পেরেছে তারা।
গোল শূন্য ব্যবধানে ম্যাচের প্রথমার্ধ শেষ হলেও, দ্বিতীয়ার্ধে স্বস্তি ফিরে ব্রাজিল শিবিরে। ৭৫ মিনিটে নেইমারের নেওয়া শট রুখে দেন জাপানের গোলকিপার সুইচি গোন্ডা। ফিরতি বল পোস্টে মারেন রিচার্লিসন। নেইমার তখন বক্সে ছিলেন। ওই মুহূর্তে জাপানের ডিফেন্ডার এন্ডো অবৈধভাবে নেইমারকে ফেলে দেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতে সুযোগ হাতছাড়া করেননি নেইমার।
৭৭তম মিনিটে ঠাণ্ডা মাথায় সফল স্পট কিকে জয়সূচক গোলটি এনে দেন পিএসজি তারকা। ব্রাজিলের জার্সিতে এ নিয়ে ৭৪ গোল করলেন নেইমার। আর মাত্র চার গোল করলেই দেশটির হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিজের করে নেবেন পিএসজি তারকা। ব্রাজিলের জার্সিতে এই মুহূর্তে নেইমারের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে কেবল কিংবদন্তি পেলের (৭৭)।