আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর দৌড়ে মুশফিক
গেল মাসটা স্বপ্নের মত কেটেছে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমের। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে হাকাঁলেন টানা দুই সেঞ্চুরি। যার পুরষ্কার মিলছে আইসিসি থেকে। দ্বিতীয়বারের মতো মে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর মনোয়ন পেলেন মি.ডিপেন্ডেবল।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের নজরকাড়া পারফর্ম করেছিলেন মুশি। সিরিজের প্রথম ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন তিনি। পরের ম্যাচেও তার ব্যাট থেকে আসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস।
দুই ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি র্যাংকিংয়েও এক লাফে আট ধাপ এগিয়েছেন মুশফিক। র্য্যংকিংয়ের ১৭ নম্বরে উঠে গেছেন এ অভিজ্ঞ তারকা।
অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর জুনে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে জিতে নেন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ’ এর স্বীকৃতি।