নেইমারের জোড়া গোলে বড় জয় ব্রাজিলের
প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নর ব্রাজিল। সেলেসাওদের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার। একটি করে গোল পেয়েছেন রিচার্লিসন, ফিলিপ কৌতিনিয়ো ও গ্যাব্রিয়েল হেসুস।
প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া হলেও ব্রাজিলের ম্যাচ ঘিরে বাড়তি উচ্ছ্বাস ছিল। কারণ রাতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালিসিমা জিতেছিল আর্জেন্টিনা। সিউলের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা ব্রাজিল ম্যাচের সাত মিনিটে পায় প্রথম গোলের দেখা। ব্রাজিলের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো গতির সঙ্গে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। জোরালো ক্রস দেন। মিডফিল্ডার ফ্রেডের শট স্ট্রাইকার রিচার্লিসনের টাচে জালে জড়িয়ে যায়।
এরপর ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরে স্বাগতিক দক্ষিণ কোরিয়া। বক্সের মধ্যে বল পেয়ে ব্রাজিলের বর্ষীয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভাকে এক প্রকার বিব্রত করেই দলকে সমতায় ফেরান কোরিয়ান স্ট্রাইকার হোয়াং উই-জো। পাস ধরে সিলভাকে একপাশে রেখে গতিময় শট ব্রাজিলিয়ান গোলরক্ষক ওয়েভারটনকে পরাস্ত করেন এই দক্ষিণ কোরিয়ান।
ম্যাচের প্রথমার্ধের তিন মিনিট বাকি থাকতে নেইমারের গোলে ব্রাজিল আবারও লিড নেয়। তার পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তিতের দল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার গোল করেন নেইমার। এবারও তার গোলটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয় সেট পিসও আদায় করেন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো।
৭৮তম মিনিটে নেইমারকে তুলে নিয়ে কৌতিনহোকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। মাঠে নামার ২ মিনিট পরই, ৮০তম মিনিটে কোরিয়ান এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে চাইলে বক্সের বাম পাশে বল পেয়েই দুর্দান্ত এক শটে গোল করেন অ্যাস্টন ভিলার তারকা ফিলিপি কৌতিনহো।
এরপর অতিরিক্ত সময়ে সেলেসাওদের হয়ে কফিনের শেষ পেরেক ঠুকলেন ম্যানসিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসসু। গ্যাব্রিয়েলের গোলে দক্ষিণ কোরিয়ার জালে আরও একবার বল জড়িয়ে ৫-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।