চোখের জলে পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া
মেটজের বিপক্ষে ম্যাচ দিয়েই চোখের জলে পিএসজিকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের শেষ লিগ ম্যাচে একটি গোলও করেছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর এ নায়ক। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিদায়ের ব্যাপারটি শনিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পিএসজি।
সাত বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্রথমবার পিএসজির জার্সি গায়ে জড়িয়েছিলেন ডি মারিয়া। ২০১৫ থেকে লিগ ওয়ান জায়ান্টদের হয়ে জিতেছেন ১৮টি শিরোপা। গত সাতটি মৌসুম এখানে সমর্থকদের সঙ্গে কত হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায় এ কারণে আবেগে বাঁধ দিতে পারেননি তিনি। বিদায়ের সময় কাঁদছিলেন পিএসজির ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এই ফুটবলার। তার চোখের পানিতে ভেসেছে পিএসজির সমর্থকদের চোখও।
বিদায় বেলায় ডি মারিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবে সমর্থকরা।’
২০১৫ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৫২ মিলিয়ন ইউরোতে প্যারিসের ক্লাবটিতে আসেন আর্জেন্টাইন উইঙ্গার। এরপর একে একে পার করেন সাত সাতটি বছর। লিগ ওয়ান জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ২৯১ ম্যাচে ৯১ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন ডি মারিয়া। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১৭ বার।