কালবৈশাখীর ঝড়ের পর মোহনবাগান ঝড়ে লন্ডভন্ড বসুন্ধরা কিংস। ৪-০ গোলে হারিয়ে এএফসি কাপে নিজেদের বাঁচিয়ে রাখল মোহনবাগান। লিস্টন কোলাসোর হ্যাটট্রিক ছাড়াও অপর গোলটি করেন ডেভিড উইলিয়ামসের।
শনিবার বিকেলের কালবৈশাখী ঝড়ে এক ঘণ্টা বন্ধ রাখল ম্যাচ। প্রায় ৫৫ মিনিট পর শুরু হয় খেলা। এ দিন ৪-২-৩-১ ছকে খেলা শুরু করেছিল মোহনবাগান।
২৫ মিনিটে কার্ল ম্যাকহিউয়ের পাস থেকে বল পেয়েছিলেন লিস্টন কোলাসো। বিশ্বনাথ ক্লিয়ার করতে গিয়েও অবিশ্বাস্য ভাবে মিস করেন। গোলকিপারকে টপকে সহজেই মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন।
৩৪ মিনিটে আবার এগিয়ে যায় এটিকে মোহনবাগান। সুযোগ সন্ধানী লিস্টন বসুন্ধরার সমস্ত ডিফেন্ডারদের টপকে বিপক্ষ গোলকিপার আনিসুর রহমানকে টপকে বল জালে জড়ান।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে তারা। লক্ষ্য ছিল গোল তুলে নেওয়া। শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারত বসুন্ধরা। ইয়াসিন আরাফতের শট দক্ষতার সঙ্গে বাঁচান আনোয়ার। তবে দু’মিনিট পরেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লিস্টন। মনবীরকে আটকাতে ব্যর্থ হন বিপক্ষের খালেদ শফি। তাঁর পাস থেকে গোল। ফলে ৪-০ গোলে সহজ জয় তুলে নেয় মোহনবাগান।