‘বেবি মালিঙ্গা’ খ্যাত পাথিরানাকে দলে ডাকল শ্রীলঙ্কা
বাংলাদেশের সঙ্গে সিরিজ শেষে দেশে ফিরেই ব্যাস্ত সময় পার করবে শ্রীলঙ্কা দল। দেশটি আতিথ্য দেবে অস্ট্রেলিয়াকে। তিন টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুটি টেস্টের বেশ লম্বা সফর। এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সিরিজে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ‘বেবি মালিঙ্গা’ খ্যাত ১৯ বছর বয়সী মাথিশা পাথিরানা।
আলো কেড়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এরপর অ্যাডাম মিলনের চোটে ডাক পান চেন্নাই সুপার কিংসে। এখানে এসেও মুগ্ধতা ছড়িয়েছেন এই পেসার। তাই পাথিরানার সামনে সুযোগ আসল জাতীয় দলের জার্সি গায়ে তুলবার।
বোলিং অ্যাকশনে মিল থাকার কারণে যাকে ‘বেবি মালিঙ্গা’ বলে ডাকেন সবাই। মাত্র দুটি পেশাদার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেনে তিনি। তাও আইপিএলে।
গুজরাটের বিপক্ষে ১৯ বল করে ২৪ রানের খরচায় দুটি উইকেট শিকার করেন তিনি। পরের ম্যাচে রাজস্থানের বিপক্ষে ২২ বলে ২৮ রান খরচ করেন। উইকেট না পেলেও এই ম্যাচেও কুড়িয়েছেন প্রশংসা।