স্বস্তির জয়ে শিরোপার লড়াই জমিয়ে রাখল লিভারপুল
এক মৌসুমে চার শিরোপা জেতার সুযোগ হাতছানি দিচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে। হারলেই লিগ শিরোপা ম্যান সিটির হাতে উঠে যাবে এমন সমীকরণের ম্যাচে সাউদাম্পটনকে হারিয়ে জয় তুলে নিয়েছে লিভারপুল। ফলে অপেক্ষাটা দীর্ঘ হল লিভারপুল-সিটির।
মঙ্গলবার রাতে সাউদাম্পটনের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল। এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো তারা।
সাউদাম্পটনের মাঠ সেইন্ট মেরিতে ম্যাচের ১২ মিনিটে নাথান রেডমন্ডের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ২৭ মিনিটে দিয়োগো জোতার পাসে লিভারপুলকে সমতায় আনেন জাপানিজ ফরোয়ার্ড তাকুমি মিনামিনো।
মঙ্গলবার রাতে সেন্ট মেরি স্টেডিয়ামে বল দখল থেকে শুরু করে সব কিছুতেই এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচে মোট ২৫টি শট নেয় তারা, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে সাউদাম্পটন।
৩৭ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯০। দুই দলের শেষ ম্যাচটিই তাই এখন ঠিক করবে, ট্রফি কার হাতে উঠছে।