বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশ্বকাপের অষ্টম আসরের ঠিক আগে অস্ট্রেলিয়ান কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে নিউজিল্যান্ডের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান।
এছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগে ভাগে সেখানে যাবে বাংলাদেশ। তারপর অ্যাডিলেডে দশদিনের ক্যাম্প করবে মাহমুদউল্লাহর দল। ক্যাম্প চলাকালে বিগব্যাশ দলের সঙ্গে খেলবে অনুশীলন ম্যাচ। তারপর ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম টেস্টের খেলা চলাকালীন সংবাদমাধ্যমেকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিশ্বকাপের আগে আমরা ১৬টিরও বেশি ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি হয়ে যাবে, এখনই আমাদের আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, তারপর ত্রিদেশীয় সিরিজ খেলব নিউজিল্যান্ডে। অ্যাডিলেডে ৭-৮ দিন ক্যাম্প করে নিউজিল্যান্ডে চলে যাব।
জালাল ইউনুস আরও যোগ করেন, ‘আগামী ৬ বা ৭ অক্টোবর আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবো। সেটি খুব সম্ভবত ক্রাইস্টচার্চে হবে। আরেক দল এখনও ফাইনাল হয়নি। তবে পাকিস্তান হওয়ার সম্ভাবনা বেশি। অন্তত চারটি ম্যাচ হবে সেখানে।’