বিদায় বেলায় চোখের জল আটকাতে পারলেন না দিবালা
২০১৫ সালে পালের্মো ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন দিবালা। সেই সাত বছরের প্রেমকে এত সহজেই বিদায় বলা অত্যন্ত কষ্টের। তাই সোমবার রাতে তুরিনে জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না এই আর্জেন্টাইন সুপারস্টার। চোখের জলে ভাসলেন, ভাসালেন জুভেন্টাস সমর্থকদের।
সোমবার অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে লাৎসিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচে ৭৮ মিনিট খেলেন বিদায় বলা দিবালা।
ক্লাব ছাড়ার খবর আগেই জানিয়ে দিয়েছিলেন পাওলো দিবালা। শনিবার বেশ কয়েকটি টুইট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। টুইটে তিনি লিখেছিলেন, ‘এই জার্সিতে আগামীকাল আমি শেষ ম্যাচ খেলব, ভাবতেই কষ্ট হচ্ছে। তবে এটাই বিদায় হতে যাচ্ছে আমার। সহজ হবে না ব্যাপারটা। তবে আমি হাসিমুখেই মাঠে ঢুকব, মাথা উঁচু করে থাকব, কারণ আমি আপনাদের সবকিছুই দিয়েছি।’
২০১৫ সালে পালের্মো থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন দিবালা। সাত মৌসুমে দলটির হয়ে অনেক সাফল্য পেয়েছেন। এই সময়ের মধ্যে তিনি ১১৫ গোল করেছেন, বানিয়ে দিয়েছেন ৪৮ টি। ক্লাবটির হয়ে পাঁচবার সিরি আ, চারবার কোপা ইতালিয়া এবং তিনবার সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা দলের সদস্যও ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দিবালার পরবর্তী গন্তব্য হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছে ইন্টার মিলানের নাম। তবে টটেনহাম, আর্সেনালেও যাওয়ার গুঞ্জন রয়েছে।