থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমস বাছাইয়ে হকির সেমি ফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে।
শনিবার (১৪ মে) থাইল্যান্ডে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। একটি করে করেছেন রোমান সরকার ও রাকিবুল ইসলাম।
সিঙ্গাপুরের হয়ে গোল করে চানাচোল রাংনিউম।
ব্যাংককে দশ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। থাইল্যান্ডকে এগিয়ে নেন রাংনিউম। এরপর শুধু রূপকথার গল্প লিখে বাংলাদেশ। ২২ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম।
তৃতীয় কোয়ার্টারে দাপট দেখায় বাংলাদেশ। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নারে গোল করে জোড়া গোল পূরণ করেন আশরাফুল। চতুর্থ কোয়ার্টারে মাত্র একটি গোল করতে পারে বাংলাদেশ। ৪৭ মিনিটে রাকিবুল ইসলামের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
আরেক সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওমান। আগামীকাল বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।