জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
জুনিয়র হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে।
মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে আজও বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। একটি করে গোল রাকিবুল হাসান ও হোজাইফা হোসেনের।
মূল টুর্নামেন্টের ফাইনাল না হোক, কাগজে-কলমে এটাও অবশ্য একটা ফাইনাল; স্থান নির্ধারণী ফাইনাল। সে ফাইনাল জিতে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফিটা হাতে নিয়েছে সিগফ্রিড আইকম্যানের বাংলাদেশ দল।


