আজ এফএ কাপের ফাইনালে চেলসি-লিভারপুল মহারণ
চেলসি লিভারপুল মানেই উত্তাপে ভরপুর এক লড়াই। সবশেষ আড়াইমাস আগে কারাবাও কাপে মুখোমুখি হয়েছিল চেলসি ও লিভারপুল। সেদিন উত্তেজনাপূর্ন ম্যাচে ট্রাইব্রেকারে জয় পেয়েছিল ক্লপের শিষ্যরা। আজ ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে পুরনো উত্তাপ নতুন করে ছড়িয়ে পড়বে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই অন্যতম চির প্রতিদ্বন্দ্বীর মাঝে। ম্যাচটি শুরু হবে আজ রাত (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯ টা ৪৫ মিনিটে।
এফএ কাপের ফাইনালে উঠতে লিভারপুল সেমিতে ম্যান ইউকে হারিয়েছে। সেদিন ৩-২ গোলে জিতে সালাহ-মানেরা।
অন্যদিকে, চেলসিকে অবশ্য ফাইনালে উঠতে খুব একটা বেগ পেতে হয়নি। সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসকে সহজেই হারিয়ে ফাইনালে পা রাখে টুখেলের দল।
এফএ কাপের পরিসংখ্যান থেকে দেখা যায়, ১৬ বছর আগে সবশেষ এফএ কাপের শিরোপা পেয়েছিল লিভারপুল। অন্যদিকে, প্রতিদ্বন্দি চেলসি সবশেষ কান্তের অধীনে ২০১৭-১৮ মৌসুমে এফএ কাপ জিতে ওয়েম্বলিতে উৎসব করেছিল তারা।