বাতিল হওয়া ম্যাচটি খেলতেই হবে ব্রাজিল-আর্জেন্টিনার, ফিফার নির্দেশ
কোভিড বিধিনিষেধ ভঙ্গের কারণে স্থগিত হয়ে গিয়েছিল বিশ্বকাপ কোয়ালিফাই এর ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ। দু’দেশই বিশ্বকাপে চলে যাওয়ায় ফিফার কাছে অনুরোধ করেছিল ম্যাচটি আয়োজন না করার। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। স্পষ্ট জানিয়েছে, যে ভাবেই হোক ওই ম্যাচ আয়োজন করতেই হবে। সোমবার সেই নির্দেশ দিয়েছে ফিফার আপিল কমিটি।
গত সেপ্টেম্বরে ব্রাজিলের মাঠে সেই ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পরই বাতিল হয়ে যায়। আর্জেন্টিনার কিছু ফুটবলার কোভিড নীতিমালা ভেঙে খেলতে নেমেছেন, এই অভিযোগ তুলে ম্যাচ পন্ড করে দেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।
ফিফা ফেব্রুয়ারিতেই জানিয়েছিল, ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে। তবে এর পরে দুই দেশই বিশ্বকাপে চলে যাওয়ায় সেই ম্যাচ বাতিলের আবেদন জানিয়েছিল সংশ্লিষ্ট দেশের ফুটবল সংস্থা। সেই আবেদন উড়িয়ে দিয়েছে ফিফা।
ম্যাচ স্থগিত করার জন্য দুই দেশকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তা বহাল রাখা হয়েছে।
এ ছাড়া নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ার জন্য ব্রাজিলকে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা এবং আর্জেন্টিনাকে ১ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।