লিভারপুলকে পেছনে ফেলে আবারও শীর্ষে সিটি
মাত্র ঘণ্টার ব্যবধান। আবারও লিভারপুলকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে ফিরল পেপ গার্দিওলার দল। লিডসের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ম্যান সিটি। গোল পেয়েছেন রদ্রি, আকে, গ্যাব্রিয়েল জেসুস ও ফেরনান্দিনহো।
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে এলান রোড স্টেডিয়ামে লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল লিভারপুল। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। ১ পয়েন্ট বেশি নিয়ে তাদের ছাড়িয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা।
লিডসের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। খেলার ১৩ মিনিটে ফিল ফোডেনের ফ্রি কিকে হেডে গোলটি করেন রদ্রি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান ডাচ ডিফেন্ডার। খেলার ৭৮তম মিনিটে ফোডেনের থ্রু বল স্কোরলাইন ৩-০ করেন জেসুস।
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কোরলাইনে নিজের নাম লেখান ফের্নান্দিনিয়ো। ২২ গজ দূর থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ড ফেরনান্দিনহোর গোলে বড় জয় নিশ্চিত হয় সিটির।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে সিটিজেনরা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। বাকি ৪ ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত করবে সিটি। তবে কোনো ম্যাচে সিটি পয়েন্ট হারালে আর লিভারপুল সব ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে অলরেডরা।