শিরোপা পুনরুদ্ধারের জন্য কেবল এক পয়েন্ট পেলেই চলত রিয়াল মাদ্রিদের। তবে শিরোপা উৎসবে প্রস্তুত থাকা মঞ্চে কার্লো আনচেলত্তির শিষ্যরা কোনো ছাড় দিল না এস্পানিয়লকে। ব্রাজিলিয়ান রদ্রিগোর জোড়া গোলে এস্পানিয়োলকে ৪-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
লা লিগার ম্যাচে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার ৪-০ গোলে জিতেছে রিয়াল। প্রথমার্ধে জোড়া গোল করেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মার্কো আসেনসিও। বদলি নেমে জালে দেখা পান আসরের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধেও লড়াই চালিয়ে যায় এস্পানিওল। কিন্তু গোলের দেখা পায়নি তারা। বরং ৫৫ মিনিটে কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কো আসেনসিও।
এরপর গোল উৎসবে যোগ দেন রিয়ালের তারকা করিম বেনজেমাও। ৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে সহজেই বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে রিয়ালের। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৬৪, এক ম্যাচ কম খেলে বার্সেলোনার ৬৩। তারা বাকি সব ম্যাচে জিতলেও রিয়ালকে আর ধরতে পারবে না।