আইপিএল এবং সিপিএলে ফ্রাঞ্চাইজি নেওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) অংশ নিতে যাচ্ছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। যার জন্য প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে স্থাপন করবে ক্রিকেট স্টেডিয়াম।
লস অ্যাঞ্জেলস থেকে ৪০ মাইল দক্ষিণ-পূর্বে সাউদার্ন ক্যানিফোর্নিয়ায় বানানো স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হবে দশ হাজার। এটি তৈরির জন্য খরচ ধরা হয়েছে ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
এই স্টেডিয়াম সম্পর্কে বলিউড তারকা শাহরুখ খান বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কথা মাথায় রেখে এমএলসির সাথে এই পরিকল্পনা হাতে নিয়েছি। আর নাইট রাইডার্স গ্রুপকে বিশ্বের দরবারে তুলে ধরতে আমাদের এই প্রচেষ্টা। লস এঞ্জেলসে স্টেডিয়াম বানানো আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। এবং বিশ্ব ক্রিকেটেও ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন এবং ক্রিকেটকেও আরও জনপ্রিয় করে তুলতে সাহায্য করতে পারবেন ‘।
উল্লেখ্য, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।