তিন বছর পর টেস্ট দলে মোসাদ্দেক
দেশের মাটিতে শ্রীলঙ্কা বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার (২৯ এপ্রিল) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাধ্যমে তিন বছর পর টেস্ট দলে ফিরলেন এ তরুণ অলরাউন্ডার।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম ও মেহেদী হাসান মিরাজের ইনজুরিতে কপাল খুললো মোসাদ্দেকের। এর আগে মিরাজের বদলি হিসেবে এর আগে অফ স্পিনার নাঈম হাসানকে দলে ডাক হয়েছিল। এবার বাড়তি ক্রিকেটার হিসেবে চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেলেন মোসাদ্দেক।
সর্বশেষ ২০১৯ সালের মে মাসে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক। এরপর দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। তবে সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। ১৫ ইনিংসে ৪৭ গড়ে ৬৫৮ রানের পাশাপাশি নিয়েছেন ১৬ উইকেট।
এছাড়া ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।