চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন মিরাজ, স্কোয়াডে নাঈম
দেশের মাটিতে শ্রীলঙ্কা বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজের অনুপস্থিতির কারণে স্কোয়াডে জায়গা পেলেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
এর আগে গত ২৪ এপ্রিল ডিপিএলে ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পান মিরাজ। এরপর এক্স-রে রিপোর্টে জানা যায়, মিরাজের আঙুলের হাড়ে চিড় ধরেছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম টেস্টে খেলা নিয়ে শঙ্কা জাগে। শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হলো।
মিরাজের চোটে দলে ফিরেছেন ২২ বছর বয়সী অফ স্পিনার নাঈম। তার ৭ টেস্টের সবশেষটি তিনি খেলেন গত বছর, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে বল হাতে ভীষণ বিবর্ণ ছিলেন তিনি।
প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড:
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেসের ওপর নির্ভর করছে তার দলে থাকা না থাকা)।