আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ এর হয়ে সুপার লিগে মাঠে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ (রোববার) নিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন সাকিব। তবে ব্যাট হাতে পারলেন না সাকিব।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে রবিবার বল হাতে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। রান করেছেন ৩।
সাকিব বল হাতে ভালো করলেও বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ঢাকা জায়ান্ট আবাহনী। টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান তুলেছে আবাহনী লিমিটেড।
আবাহনীর হয়ে ১০১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ৭২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন আফিফ। আর শেষ দিকে ঝড় তুলেছিলেন সাইফউদ্দিন।
২৭৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করছে সাকিবের রূপগঞ্জ। শেষ খবর পাওয়া পর্যন্ত
১৪৮ রান ৬ উইকেটে রূপগঞ্জ। জয়ের জন্য প্রয়োজন ১৩২ রান।