আবারও চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে লেগেছে করোনার ধাক্কা। মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস এর একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় পুরো দলই এখন কোয়ারেন্টাইন পালন করছেন।
আগামী ২০ এপ্রিল পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। এ কারণে ১৮ এপ্রিল ম্যাচটির ভেন্যু পুনেতে যাওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু এক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় খেলোয়াড় এবং দলের অন্য সদস্যরা আইসোলেশনের মধ্য রয়েছে। সোমবার এবং মঙ্গলবার সব খেলোয়াড় এবং অন্য কর্মকর্তাদের রুমে রুমে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে।
এর দিন কয়েক আগেই দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হন। তা সত্ত্বেও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামে দিল্লি। খেলা হলেও সতর্কতামূলক হিসেবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিপক্ষ দলের কোনো সদস্যের সঙ্গে হ্যান্ডশেক করেন নি তারা।