খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪

৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

0

ডারবান থেকে পোর্ট এলিজাবেথ। বদলায়নি বাংলাদেশের হতাশার চিত্র। প্রথম টেস্টে ২২০ রানের হার । দ্বিতীয় টেস্টে ৩৩২ রানের বড় ব্যাবধানের হার। এতেই দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ টাইগাররা। ম্যাচ ও সিরিজ সেরা কেশব মাহারাজ।

প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকালে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ (সোমবার) ম্যাচের চতুর্থ দিন মাত্র ৫৮ মিনিট ও ১৪.২ ওভারে বাকি ৭ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। ফলে এই ম্যাচে ৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ।

চতুর্থ দিন সকালে তৃতীয় ওভারের মধ্যে মুশফিক-মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। ১ রান করে মুশি, মুমিনুল ৫ রান।ইয়াসিরও রানের খুলতে পারেননি রানের খাতা। ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির।

এর পর মিরাজকে নিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জায় বাঁচান লিটন। ৩৩ বলে ৫ চারে করেন ২৭ রান। এ ব্যাটারকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন মহারাজ।লিটনের পর মিরাজও। ২০ রান করা মিরাজকে নেন মাহারাজ। একই ওভারে এবাদতকে এলবির ফাঁদে ফেলে ইনিংসে ৭ উইকেট শিকার করেন মহারাজ।

ম্যাচে মোট ৯ উইকেট শিকার করলেন মহারাজ। বাংলাদেশ ইনিংসের শেষ উইকেটটি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশাল ব্যবধানের জয় নিশ্চিত করেন হার্মার। ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন হার্মার।

এর আগে প্রথম ইনিংসে ৪৫৩ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রান করতে পারে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করতেই ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের সামনে ৪১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

স্কোরবোর্ড :
দ্বিতীয় টেস্ট

দ.আফ্রিকা (১ম ইনিংস): ৪৫৩/১০ (১৩৬.২ ওভার) এলগার ৭০,পিটারসেন ৬৪, বাভুমা ৬৭,মহারাজ ৮৪ ; খালেদ ১০০/৩, তাইজুল ১৩৫/৬

বাংলাদেশ (১ম ইনিংস) : ৭৪.২ ওভারে ২১৭/১০
তামিম ৪৭, মুশফিক ৫১,ইয়াসির ৪৬ ; হার্মার ৩৯/৩,মুল্ডার ২৫/৩

দক্ষিণ আফ্রিকা (২য় ইনংস) : ১৭৬/৬ (৩৯.৫ ওভার)
আরউই ৪১, বাভুমা ৩০, ভেরেইনা ৩৯* ; তাইজুল ৬৭/৩, মিরাজ ৩৪/২

বাংলাদেশ(২য় ইনিংস): ৮০/১০ (২৩.৩ ওভার)
তামিম ১৩, লিটন ২৭, মিরাজ ২০ ; মাহারাজ ৪০/৭, হারমার ৩৪/৩

ম্যাচ ও সিরিজ সেরা মাহারাজ

ফলাফল: দ.আফ্রিকা ৩৩২ রানে জয়ী।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy