২০ দল নিয়ে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নেবে মোট ২০টি দল। ওয়েস্ট ইন্ডিজের সাথে সহ আয়োজক যুক্তরাষ্ট্র সেই আসরে সরাসরি অংশ নেবে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শীর্ষ ৮টি দল (সুপার এইটে) পরবর্তী বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে।
এছাড়া, এ ১০ দলের বাইরে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুই দলও সরাসরি সুযোগ পাবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর বিশ্বকাপে জায়গা পেতে বাকি ৮ দলকে পেরিয়ে আসতে হবে বাছাইপর্বের বাধা।
ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপে সেরা আটে থেকে শেষ করতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।