প্রোটিয়াদের রানের বোঝায় বড় পরাজয়ের পথে বাংলাদেশ
ডারবান টেস্টের পর পোর্ট এলিজাবেথ টেস্টও ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারের মুখে বাংলাদেশ দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪১৩ লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে প্রোটিয়া স্পিনারদের বোলিং তোপে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান।
এর আগে নিজেদের ১ম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১৭ রানেই গুটিয়ে যায় সফররত বাংলাদেশ দল। এদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রান।
রান তাড়া করতে নেমে আগের টেস্টে লড়াকু সেঞ্চুরি করে নজর কাড়া মাহমুদুল হাসান জয় ১ম ইনিংসের মত ২য় ইনিংসেও ফিরেন রানের খাতা খোলার আগেই। দুই ইনিংসেই অফস্ট্যাম্পের বাইরের বল শরীরের অনেক দূরে ব্যাট চালিয়ে আউট হলেন তরুণ এই ওপেনার।
এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্ত মাত্র ৭ রান করে মহারাজের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর মঞ্চে আসেন সিমন হার্মার। তার বলে তামিম ইকবাল ১৩ রানে মুল্ডারের শিকার হলে ২৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপরই দিনের খেলার ইতি টানা হয়।
পোর্ট এলিজাবেথে চতুর্থ দিনের খেলায় ৭ উইকেট হাতে রেখে ৩৮৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল। যেখানে ম্যাচ বাঁচাতে ব্যাটারদের দিতে হবে কঠিন পরীক্ষা। তা না হলে নিশ্চিত বড় হারের মুখেই বাংলাদেশ দল।