ব্যাটিং ব্যর্থতায় ২১৭ রানেই শেষ বাংলাদেশ
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। প্রোটিয়া বোলাদের দাপুটে বোলিংয়ে টেস্টের তৃতীয় দিনে স্কোর বোর্ডে মাত্র ৭৮ রান যোগ করতেই নিজেদের শেষ ৫ উইকেট হারায় মুমিনুল হকের দল।
পোর্ট এলিজাবেথ টেস্টে নিজেদের প্রথম ইনিংসের তৃতীয় দিনের খেলায় ব্যাট হাতে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ফলোঅনও এড়াতে পারল না বাংলাদেশ দল। তবে টাইগারদের ফলোঅনে না পাঠিয়ে ২৩৬ রানের লিডে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ডিন এলগারের দল।
এর আগে লিজাড উইলিয়ামসের করা প্রথম ওভারের প্রথম তিন বলেই তিন বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ইয়াসির আলী রাব্বি। যার ফলস্বরূপ দিনের প্রথম পাঁচ ওভারেই ২৭ রান তুলে নেয় বাংলাদেশ। যার মধ্যে ছয় চারের মারে ২৬ রান একাই করেন ইয়াসির।
এরপর মুশফিক-ইয়াসির জুটিতে টাইগাররা কিছুটা লড়াইয়ের আভাস দিলেও, ব্যক্তিগত ৪৬ রানে মাহারাজ বলে আউট হয়ে ইয়াসির সাজঘরে ফিরলে ভাঙে সেই আশা টুকুও।
ইয়াসির ফেরার পর প্রতিপক্ষকে উইকেট উপহার দেন মুশফিক। ম্যাচের এত কঠিন পরিস্থিতি দেখেও তিনি খেলে ফেললেন আত্মঘাতী শট। সাইমন হার্মারের ফুল লেংথ বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটের নিচ দিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। ১৩৬ বলে ৫১ রানে আউট মুশফিক। মুশফিকের আউটের সঙ্গে সঙ্গে আশাও শেষ হয়ে যায় বাংলাদেশের।
শেষ দিকে মিরাজ-তাইজুলরাও পারলেন না হাল ধরতে। ফলে ফলোঅনও এড়াতে পারল না বাংলাদেশ। থেমে গেল মাত্র ২১৭ রানে।