স্লেজিং নিয়ে টাইগারদের হুঁশিয়ার করলেন প্রোটিয়া অধিনায়ক
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লেজিংয়ের অভিযোগ তুলে টাইগার অধিনায়ক মুমিনুল হক। এবার সেই অভিযোগের কড়া জবাব দিলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে এলগার বলেন, ‘আমরা কোন ভুল করিনি। আর আমার মনে হয় না এমন অভিযোগের কোনও ভিত্তি রয়েছে। আমরা আগ্রাসী ভঙ্গিতে ক্রিকেট খেলি। ব্যাটিং করার সময় যে জিনিসের মুখোমুখি হয়েছিলাম, সেটাই ফিরিয়ে দিয়েছি।’
‘ওদের বুঝতে হবে এটা টেস্ট ক্রিকেট। এই পর্যায়ে খেলতে গেলে এই ধরনের পরিবেশেই খেলতে হবে। আমরা সবসময়ই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই।’
এলগার আরও বলেন, ‘খারাপ মন্তব্য করে আমরা নিজেদের এবং দেশের নাম কখনোই কলঙ্কিত করতে চাই না। আমরা বাংলাদেশের ব্যাটারদের কোনও অশ্লীল ভাষায় আক্রমণ করিনি। আমরা ওদের সমীহ করি। আমার মনে হয়, ওদেরও শক্তিশালী মানসিকতা নিয়ে নামা উচিত। ওরা এই ধরনের পরিবেশে হয়তো আগে খেলেনি। এখন ওদের মানিয়ে নেওয়া উচিত।’