খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

‘এটি আইপিএলের চেয়েও বড়’- তাসকিনকে তামিম

0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর প্রথমবারের মত আইপিএলে ডাক পড়ে ছিলো তাসকিন আহমেদের। কিন্তু আইপিএল চলাকালীন সময়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় বিসিবি থেকে ছাড়পত্র মেলেনি তাসকিনের। 

বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে খেলার এরকম বড় সুযোগ হাতছাড়া হওয়ায় কিছুটা মন খারাপ হওয়া তাসকিনের। আর আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরের ম্যাচেই ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সটা করলেন এ ডানহাতি পেসার। প্রোটিয়া ব্যাটিং লাইনআপে আগুন ধরিয়ে মাত্র ৩৫ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট।

প্রায় ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার পুরষ্কার পেয়ে যান তাতে। সিরিজের প্রথম ম্যাচেও দারুণ বোলিংয়ে তার শিকার ছিল ৩ উইকেট। ক্যারিয়ারে প্রথমবার ম্যান অব দা সিরিজের ট্রফিও উঠে যায় হাতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম ইকবালের সামনেই চওড়া হাসিতে ট্রফি দুটি তুলে নেন তাসকিন। তামিম তখন তাকে শোনান প্রেরণার একটি কথা, বাংলাদেশ অধিনায়ক যেটি পরে সবাইকে শোনান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও।

বুধবার রাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যখন ও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেলো, পুরস্কার বিতরণীতে ওকে বলেছিলাম, ‘দিস ইজ ইওর আইপিএল (এটি তোমার আইপিএল)। এটি আইপিএলের চেয়ে বড়।’ সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।’

তামিম আরো বলেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে মোটিভেশনের কিছু হতে পারে না। আমি জানি তাসকিন একটা দারুণ সুযোগ পেয়েছিল আইপিএল থেকে। ও তরুণ, আসলে কঠিন (আইপিএল উপেক্ষা করা)। আপনি এরকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কিন্তু সে এখন ঠিকাছে, খুশি আছে। দেশের হয়ে খেলছে এবং ভাল করছে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy