ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন
সদ্য শেষ হওয়া আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজ সেরা হয়েছেন লিটন কুমার দাস। আর তাতেই আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের এই ওপেনার।
এছাড়া বাজে পারফরম্যান্সের কারণে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের।
আফগানদের সাথে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে তিন ম্যাচে ৭৪.৩৩ গড়ে লিটন করেন ২২৩ রান। যার ফলে ক্যারিয়ার সেরা ৫৯২ রেটিং নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৩২ নম্বর অবস্থানে রয়েছেন এই টাইগার ওপেনার। এটাই লিটনের ক্যারিয়ারসেরা অবস্থান।
অন্যদিকে দুই ধাপ পিছিয়েছেন মুশফিক। সিরিজে তিন ম্যাচে ৯৬ রান করা এই কিপার-ব্যাটসম্যান আছেন ১৩ নম্বরে। আর পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারায় অধিনায়ক তামিম ইকবালও পিছিয়েছেন দুই ধাপ, আছেন ২৩ নম্বরে।