রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নয়, প্যারিসে হবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
চলতি বছরের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কিন্তু তা আর হচ্ছে না। রুশদের ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে, রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসে ফাইনাল ম্যাচের ভেন্যু ঠিক করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা উয়েফা।
শুক্রবার দুপুরে জরুরি সভা শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। সেখানেই সিদ্ধান্ত আসে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গের স্টেডিয়াম গ্যাজপ্রম অ্যারেনা থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আগামী ২৮ মে এই স্টেডিয়ামটির বদলে প্যারিসের স্তাদিও দি ফ্রান্সে নির্ধারিত হবে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব।
এছাড়া এই মৌসুমে একমাত্র রাশিয়ান দল হিসেবে এখনও ইউরোপিয়ান প্রতিযোগিতায় টিকে আছে স্পার্তাক মস্কো। ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠেছে দলটি। তাই এ বিষয়ে উয়েফা সিদ্ধান্ত জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার জাতীয় ফুটবল দল ও ক্লাবগুলো পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত নিজেদের হোম ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।