নাপোলিকে উড়িয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
ইউরোপা লিগে নাপোলিকে উড়িয়ে দিয়ে শেষ ষোলতে নিজেদের জায়গা নিশ্চিত করলো বার্সেলোনা। নাপোলির ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ৪-২ গোলে জিতে বার্সা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে জাভি হের্নান্দেসের দল।
বল দখলের লড়াইয়ে প্রথম লেগে ন্যু ক্যাম্পে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে থাকলেও নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বার্সা। তবে দ্বিতীয় লেগে দুর্দান্ত ফুটবল প্রদর্শনী দেখিয়ে কাতালান ক্লাবটি ঘুরে দাঁড়ানোর নজির রাখল।
এদিনে শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধে ম্যাচের অষ্টম মিনিটেই গোলের দেখা পায় বার্সা। এডামা ত্রাওরে বাড়িয়ে দেওয়া বল প্রতিপক্ষের জড়িয়ে শুরুতেই লিড এনে দেন জর্ডি আলবা।
প্রথম গোলের রেশ না কাটতেই এর পাঁচ মিনিট পর পেনাল্টি এরিয়ার বাইরে থেকে নেওয়া ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং বাঁকানো শটে ব্যবধান দিগুণ করে বার্সালোনা।
এরপর পাল্টা আক্রমণ করে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নাপোলিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন লরেঞ্জো ইনসিগনে। বক্সের ভেতর ওসিমহেনকে ফেলে দেন বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টার স্টেগান। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
তবে এগিয়ে যেতে বেশিক্ষণ সময় নেয়নি জাভির দল। প্রথমার্ধেই তিন গোল করে নাপোলিকে ছিটকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ৪৫ মিনিটে জেরার্ড পিকের গোলে ব্যবধান ৩-১ করে।
প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে তুলনামূলক লড়াই কম হলেও ম্যাচের ৫৯ মিনিটে এমরিক অবামেয়াংয়ের গোলে ইউরোপা লিগের শেষ ষোলতে নিজেদের জায়গা নিশ্চিত করে বার্সা। যদিও ম্যাচের ৮৭ মিনিটে নাপোলির হয়ে সান্ত্বনাসূচক গোল করে ব্যবধান কমান মাত্তেও পোলিতানো।
ফলে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সালোনা।