আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ডাক পেলেন মুনিম শাহরিয়ার
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ সদস্যের দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন গত বছর বিশ্বকাপ ব্যর্থতায় বাদ পড়া লিটন দাস। সেই সঙ্গে ডাকা হয়েছে এ সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার ইয়াসির আলী রাব্বিকে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।