দর্শকদের নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা থাকলেও ওমিক্রন প্রভাবে সেটা আর হয়নি। দর্শক ছাড়াই শেষ হয়েছে প্রথমপর্বের খেলা। অবশেষে প্লে-অফের ম্যাচ গুলোতে ফিরছে দর্শক। ম্যাচ গুলোতে থাকতে পারবেন তিন থেকে চার হাজার দর্শক।
রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি মিডিয়া কমিটির প্রধান তানভির আহমেদ টিটো জানান, করোনার সংক্রমন কমায় তিন-চার হাজার দর্শকের অনুমতি পেয়েছি, তবে সরাসরি কোন টিকেট বিক্রি করবে না বিসিবি। ফ্রাঞ্চাইজিগুলো বিসিবি থেকে কিনে নিয়ে তাদের মাধ্যমে টিকেট গুলো বিতরণ হবে৷
কাল (সোমবার) প্লে অফে দিনের প্রথম ম্যাচে লড়বে চট্টগ্রাম আর খুলনা। দিনের দ্বিতীয় খেলায় পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল কুমিল্লার বিপক্ষে নামবে সাকিবের বরিশাল।