বাঁচা-মরার লড়াইয়ে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো খুলনা টাইগার্স। ফ্লেচারের সেঞ্চুরিতে অম্লান ডু-প্লেসির সেঞ্চুরি। আর এতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো মিনিস্টার ঢাকা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৮২ রানের লক্ষ্যে খুলনা টাইগার্স ব্যাট করতে নেমে ৯ উইকেটের বড় জয় পেয়েছে খুলনা টাইগার্স।
খুলনাকে দাপুটে শুরু এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী হাসান। বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ বল ও ৯টি উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। ৫৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ফ্লেচার। শেখ মাহেদী করেন ৪৯ বলে ৭৪ রান।
তার আগে শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লা শুরুতে পারভেজ ইমন ও মুমিনুলকে হারালে ক্রিজে আসেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। তৃতীয় উইকেটে ওপেনার মাহমুদুল হাসান জয়ের সাথে গড়েন ৪৯ রানের পার্টনারশিপ। ২৭ বল ৩১ রান করে জয় বিদায় নেয়।
তবে নিজস্ব গতিতে খেলে যান ডু প্লেসি। এদিন হাসেনি মঈন আলীর ব্যাট। ১২টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে ডু প্লেসি পূর্ণ করেন শতক। বিপিএলে নিজের প্রথম শতক হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু সংগ্রহে। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮২ রান জড়ো করে কুমিল্লা।