জ্যাকস-শামিম ঝড়ে সিলেট সানরাইজার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটের দেয়া ১৮৫ রানের টার্গেটে জ্যাকসের অপরাজিত ৯২ রানের ইনিংসে জয় নিশ্চিত করে চট্টগ্রাম।
শনিবার মিরপুরে আগেই বিদায় নেওয়া সিলেট সানরাইজার্স টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান করে। বড় স্কোর গড়লেও ফিফটির দেখা পায়নি কেউ। অধিনায়ক বোপারার ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।
লেন্ডল সিমন্স করেন ২৭ বলে ৪৩ রান। মোসাদ্দেক ২২ বলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৫ রানে। এছাড়া এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩২ রান। বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
১৮৬ রানের লক্ষ্যে নেমে আফিফ ও জাকির হাসানকে হারালেও ভালো শুরু পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হাল ধরেছিলেন জ্যাকস ও ওয়ালটন জুটি। জ্যাকসের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করেন ওয়ালটনও। ওয়ালটন রান আউটের স্বীকার হয়ে ফেরার আগে করেন ২৩ বলে ৩৫ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপাশ আগলে রেখে ম্যাচ জয় করে নিয়ে আসেন ইংলিশ উইল জ্যাকস। ৫৭ বলে অনবদ্য ৯২ রান করেন অপরাজিত। আর তাতেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে চট্টগ্রাম। এই পরাজয়ে মাত্র এক জয় নিয়ে বিপিএল শেষ করল সিলেট সানরাইজার্স।