মিশরকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের চ্যাম্পিয়ন সেনেগাল
টাইব্রেকারে মিশরকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে সেনেগাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটও খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ফলে সেখানে ৪-২ গোলে জিতে প্রথম শিরোপা জয়ের আনন্দে ভাসে সেনেগাল।
ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে হওয়া ফাইনাল ম্যাচে নান্দনিক খেলা উপহার দেয় দু’দল। ম্যাচের ৭ মিনিটেই পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন লিভারপুল তারকা সাদিও মানে। ডি বক্সের ভেতর মোহাম্মদ আব্দেলমোনেম প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করলে সেনেগাল পায় পেনাল্টি কিক। সাদিও মানের ডান পায়ের জোরালো শট ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোহামেদ আবো গাবাল।
নির্ধারিত সময়ের মধ্যে মিশরকে পাঁচটি নিশ্চিত গোল থেকে বাচিঁয়ে দেন গোলরক্ষক আবো গাবাল। সেনেগাল গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি ঠেকান দুটি। নির্ধারিত সময় গোলশুন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোল না আসায় টাইব্রেকারেই গড়ায় খেলা।
জিজুর গোল দিয়ে শুরু হয় মিশরের স্পট কিক। এরপর মোহামেদ আব্দেলমোনেমের শট ব্যর্থ হয় বাঁদিকের পোস্টে লেগে। মারওয়ান হামদি গোল করার পর মোহামেদ লাশিনের শট ঠেকিয়ে দেন মঁদি।
সেনেগালের হয়ে কালিদু কলিবালি, আব্দু দিয়ালো, বাম্বা ও মানে জালের দেখা পান। এই জয় দিয়ে ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার আফ্রিকান নেশন্স কাপের ট্রফি ঘরে তুলে নিল সেনেগাল।