অবসর নয়, ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দুরে থাকতে চান তামিম
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা নিয়ে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেলে সাংবাদিক সম্মেলনে জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতি চান তিনি। অন্তত আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবতে চান না দেশ সেরা এই ওপেনার।
তামিমের টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলতে থাকে পুরো ক্রিকেট পাড়া জুড়ে। তবে এবার টি-টোয়েন্টি সংক্রান্ত সকল ধোঁয়াশা দূর কর তামিম বলেন, ‘গত কয়েক দিন ধরে বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি মনে করছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না।’
এছাড়া, তরুণদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার অনুরোধও করলেন তিনি। ৬ মাস পরও যদি বাংলাদেশ দলের তাকে প্রয়োজন হয় এবং তিনি নিজে যদি প্রয়োজন মনে করেন, তাহলে আবার ভেবে দেখবেন দেশ সেরা অভিজ্ঞ এই ব্যাটার।