রাত পোহালেই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর অষ্টম আসর। এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে কাগজে কলমে এগিয়ে থাকা ফরচুন বরিশাল কাল উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে।
বুধবার মিরপুর একাডেমি মাঠে ফরচুন বরিশালের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সাকিব বল হাসান। কাগজ-কলমে ফরচুন বরিশাল এগিয়ে থাকলেও ছয় দলের মধ্যে সবাই সমান দেখছেন ফরচুন বরিশালের অধিনায়ক।
চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সংবাদমাধ্যমকে বলেন, ‘আশা করছি ভালো ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে। টুর্নামেন্ট শুরুর আগে আসলে এগুলো বলা মুশকিল। বাকি ৬ দলের সঙ্গে আমাদের দলকেও একই রকম মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটা-দুইটা ম্যাচ গেলে অনেক বেশি বিশ্লেষণ করা সম্ভব। এখন মনে হচ্ছে খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। সবই নির্ভর করবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর।
দর্শকরা সাকিবের হাতে শিরোপা দেখতে চান, এমন জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন , ‘৬টা দলই চ্যাম্পিয়ন হতে খেলবে। আমরাও ব্যতিক্রম না। যদি হতে পারি ভালো। কিন্তু না হতে পারলে কিছু করার থাকবে না। যেটা করতে পারি মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। একটা দল হিসেবে খেলতে পারি। সাফল্যের জন্য যা যা করা দরকার করতে পারি।’
বিপিএলের উদ্বোধনী দিনেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের বরিশাল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি।