মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে পরের দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে দুটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আকাশী-নীল দলের কোচ লিওনেল স্কলানি। দলে রাখা হয়নি লিওনেল মেসিকে।
২৮ জানুয়ারি চিলির বিপক্ষে ও ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে করোনা প্রকোপের কারণে বাধ্য হয়ে মেসিকে স্কোয়াডের বাইরে রাখতে হয়েছে স্কলানিকে। অবশ্য সেই সিদ্ধান্ত মেসি ও স্কলানির বোঝাপড়ায় নেওয়া হয়। এরপরই মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছে এই আর্জেন্টাইন কোচ।
বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চল থেকে এরই মধ্যে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ শেষে ৮ জয় ও ৫ ড্রয়ে দলটির সংগ্রহ ২৯ পয়েন্ট।
এক নজরে আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।
ডিফেন্ডার– নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস আকুনা।
মিডফিল্ডার– নিকোলাস গঞ্জালেস, লুকাস অকাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো চেলসো, আলেজান্দ্রো পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েন্দিয়া।
ফরোয়ার্ড– অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লওতারো মার্টিনেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা।