মেসি-সালাহকে টপকে ফিফা বর্ষসেরা লেভানডফস্কি
ইতিহাসে রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসিকে টপকে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন রবার্ট লেভানডফস্কি। সেরা হওয়ার পথে হারিয়েছেন মোহামেদ সালাহকেও। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন লেভা।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ভার্চুয়ালি ফিফা প্রেসিডেন্ট আনফেন্তিনো‘ফিফ দ্য বেস্ট’ খেলোয়াড় হিসেবে লেভানডফস্কির নাম ঘোষণা করেন।
বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভান্ডভস্কি। এর মধ্যে ২৪ গোল করেছেন ২০২১ সালে। এছাড়াও এ বছর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দুই গোল ও ফাইনালে এক অ্যাসিস্ট করেন লেভান্ডভস্কি।
নারীদের ফিফা দ্য বেস্ট খেতাব জিতেছেন বার্সার স্প্যানিশ তারকা এলেক্সিয়া পুতেয়াস। এর আগে ব্যালন ডি’অরও জিতেছিলেন তিনি।
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো জার্মান কোচ টমাস টুখেল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ফিফা। আর সেরা গোলের পুসকাস এওয়ার্ড জিতেছেন সেভিয়ার আর্জেন্টাইন তারকা এরিক লামেলা।