বেলিংহামের কাঙ্ক্ষিত গোলে রিয়ালের জয়, জয়ের ধারায় বায়ার্নও
রিয়াল মাদ্রিদ ১-০ জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ ৪-০ ক্লাব ব্রুগা
একটির বেশি গোল না পাওয়ায় রিয়াল মাদ্রিদ সমর্থকদের আক্ষেপ হতেই পারে। ২৮টি শট নিয়ে যে মাত্র নিয়ে ১ গোলই জালে জড়িয়েছে! তবে স্বস্তির দিক, গোলটি করেছেন জুড বেলিংহাম, যাঁর গোল পাওয়ার অপেক্ষায় ছিলেন সবাই।
বেলিংহামের একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচ ডে-তে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ। এবারের লিগপর্বে এ নিয়ে প্রথম তিনটি ম্যাচেই জিতল রিয়াল।

