বাংলাদেশ প্রিমিয়র লিগ (বিপিএল) এর অষ্টম আসর শুরু হতে মাত্র আর ক’টা দিন বাকি। এরই মধ্যে দেশী বিদেশী কোচের অধীনে প্র্যাকটিস শুরু করে দিয়েছে দলগুলো। তেমনি,আজ মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্র্যাকটিসে দেখা গেছে সাকিব-তামিমদের সাবেক গুরু স্টিভ রোডসকে।
বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরামর্শক হিসেবে উড়িয়ে এনেছেন স্টিভ রোডসকে। আজ (সোমবার) মিরপুর একাডেমি মাঠে তাকে ভিক্টোরিয়ান্স টিমের সাথে দেখা যায়। বিপিএলে কুমিল্লার প্রধান কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে পরামর্শকের ভূমিকায় কাজ করবেন রোডস।
পরিসংখ্যানের বিচারে সফল এই কোচ ২০১৮ সালের ৭ জুন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন। ২০২০ পর্যন্ত চুক্তি থাকলেও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পরপরই রোডসের সাথে চুক্তি শেষ করে দেয় বিসিবি।
একনজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।