স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ
আতলেটিকো বিলবাওকে দুই গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে নতুন বছরের প্রথম শিরোপা ঘরে তুলল স্প্যানিশ জায়ান্টরা।
রবিবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে গোল দুটি করেন করিম বেনজেমা এবং লুকা মদ্রিচ। ম্যাচে শুরু থেকেই বিলবাওয়ের ওপর চড়াও হয়েছিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রিয়ালের একছত্র আধিপত্য ম্যাচের ৩৮তম মিনিটে শেষ রক্ষা হয়নি বিলবাওয়ের। রদ্রিগোর পাশে লুকা মদ্রিচ জোড়ালো উঁচু শট গোলে পরিণত করেন। এরপর রিয়াল ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায়।
CAMPEONES!
Real Madrid lift the Spanish Super Cup 👏 pic.twitter.com/zyMHybgShd
— ESPN FC (@ESPNFC) January 16, 2022
প্রথমার্ধে লিড পেয়ে সমান উত্তাপে দ্বিতীয়ার্ধ শুরু করে স্প্যানিশ জায়ান্টরা। ৫২ মিনিটে বেনজেমা যাদুতে ব্যাবধান দ্বিগুন করে রিয়াল। ডি-বক্সে বিলবাও ডিফেন্ডার জেরাই আলভারেসের হ্যান্ডবল ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল পান বেনজেমা।
শেষদিকে কিছুটা নিষ্প্রাণ হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু কাজের কাজ করতে পারলো না বিলবাও। ৮৬ তম মিনিটে রিয়ালের মিলিতাওয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। শেষ পর্যন্ত ১০ জনের রিয়ালের সঙ্গেও পেরে না উঠে ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিলবাওয়ের।
এই নিয়ে স্প্যানিশ সুপার কাপের ১২ বার শিরোপা জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ ১৩ বার সুপার কাপ জয়ের রেকর্ডটা বার্সার হাতে।