এবার আটক জকোভিচ!
অস্ট্রেলিয়া ওপেন শুরুর দুইদিন বাকি থাকলেও এখনো নোভাক জকোভিচের ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। নানা নাটকীয়তায় দ্বিতীয়বার ভিসা বাতিলের পর এবার টেনিস তারকা নোভাক জকোভিচকে আটক করল অস্ট্রেলিয়া প্রশাসন।
বিবিসি মারফত, অস্ট্রেলিয়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে মেলবোর্নেই একটি বাড়িতে আটক রাখা হয়েছে জকোভিচকে সেখানে থেকেই আইনি লড়াই করতে হবে ‘। ভিসা বাতিল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। রবিবার তাঁর আবেদনের শুনানি রয়েছে। তার আগেই তাকে নির্বাসনে পাঠালো অজি প্রশাসন।
গতকাল অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স এক বিবৃতিতে, ভিসা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সবার স্বাস্থ্যের কথা ভেবে জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
মন্ত্রী আরও জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী স্কট মরিসন সরকার অস্ট্রেলিয়ার কোভিড সংক্রান্ত বিষয়ে জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ’।
উল্লেখ্য, কোভিডের টিকা না নিয়েই জকোভিচ অস্ট্রেলিয়া ওপেন খেলতে আসেন। তারপর থেকেই নানা নাটকীয়তায় দিন পার করতে হচ্ছে সার্বিয়ান এই টেনিস তারকাকে।