খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

0

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে এই নিয়ে রেকর্ড অষ্টমবারের মত শিরোপা জিতল ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ৩৮ ওভারে ৯ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তবে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১০২ রান। যেটি ২১.৩ ওভারেই পেরিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দল। আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন-আপ।

শেষ দিকে ইয়াসিরু রদ্রিগোর অপরাজিত ১৯, রাভিন ডি সিলভার ১৫ এবং মাথিসা পাথিরানার ১৪ রানের সুবাদে বৃষ্টি নামার আগে একশ’ পার করে লঙ্কান যুবারা। এরপর নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ছন্দে থাকা হারনুর সিং শুরুতে সাজ ঘরে ফিরলেও ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অঙ্গকৃশ রঘুবাঁশি এবং শাইক রশিদ।
দুজনের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে ৯ উইকেটের বড় জয় নিয়ে শিরোপা উদযাপনে মাতে ভারত।

স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ১০৬/৯ (৩৮ ওভার) রদ্রিগো ১৯*, রবিন ১৫;
ওস্তাল ১১/৩, তাম্বে ২৩/২

ভারত অনূর্ধ্ব-১৯ দল : ১০৪/১ (২১.৩ ওভার) রঘুবাঁশি ৫৬*, রশিদ ৩১*;রদ্রিগো ১২/১

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy