বিসিএলের ফাইনালে লড়বে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরের ফাইনালে উঠেছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। ২০২২ সালের ২ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে শুভাগত হোমের মধ্যাঞ্চল এবং ফরহাদ রেজার দক্ষিণাঞ্চল।
৩ ম্যাচ খেলে দক্ষিণাঞ্চল কোনো ম্যাচই হারেনি। দুটিতে ড্র আর একটিতে জয় পেয়েছে তারা। সমান ৩ টি ম্যাচ খেলে একটি করে জয়, পরাজয় ও ড্র পেয়েছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের থেকে এক পয়েন্ট পিছিয়ে থেকে তারা উঠলো ফাইনালে।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্র করে দুদলই টিকে থাকল টুর্নামেন্টে। ম্যাচটিতে রান বন্যায় মেতেছিলেন দুই দলের ব্যাটাররা। ৫ জন পেয়েছেন সেঞ্চুরির দেখা।
তিন রাউন্ড শেষে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠেছে দক্ষিণাঞ্চল। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে আরেক ফাইনালিস্ট হয়েছে মধ্যাঞ্চল। ১০ পয়েন্ট নিয়ে বিসিবি উত্তরাঞ্চল তৃতীয় এবং ৮ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন চতুর্থ স্থানের হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।