করোনায় আক্রান্ত বার্সেলোনার আরো চার খেলোয়াড়
করোনা যেন পিছু ছাড়ছে না ক্রিড়াঙ্গন থেকে। একের পর এক করোনার থাবায় বাতিল হচ্ছে সিরিজ, পন্ড হচ্ছে ম্যাচ। ক্রিসমাস ছুটিতে যেন আরো জোরালো হয়েছে সংক্রমণটা। এবার বার্সেলোনার আরো চার খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত। উসমান দেম্বেলে, গাভি,সামুয়েল উমতিতি ও আলহান্দ্রো বাল্দে পড়েছেন সেই তালিকায়।
লা লিগার নিয়ম মেনে নিয়মিত পিসিআর পরীক্ষায় ওই চারজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় । কাতালান ক্লাবটি জানিয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
এই চারজন সহ বার্সেলোনার মোট সাতজন খেলোয়াড় করোনায় ছিটকে গেলেন। পূর্বের তিনজন হলেন, ক্লেমোঁ লংলে, দানি আলভেস ও ডিফেন্ডার জর্দি আলবা ।
অন্যদিকে, দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতো। ৩৯ বছর বয়সী আর্তেতার আগে কোচদের মধ্যে কোভিডে আক্রান্ত আছেন ক্রিস্টাল প্যালেসের পাত্রিক ভিয়েরা ও অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড।