বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পন
অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করলো ইংল্যান্ড। ইনিংস ও ১৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে খেলা গড়িয়েছে মাত্র এক ঘন্টা।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া স্কট বোলান্ডের সামনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৬৮ রানে। ডানহাতি ফাস্ট বোলার চার ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।
এই ম্যাচেও একছত্র আধিপত্য যে অস্ট্রেলিয়ার সেটি বোঝা গিয়েছিল দ্বিতীয় দিনেই। ৬১ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিনে খেলা শুরু করেছিল ইংল্যান্ড।
দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটার জো রুট ও বেন স্টোকস ব্যাটিংয়ে বেশিক্ষণ থিতু হতে পারেন নি। উইকেট দিয়ে চলে গেলেন। আউট হওয়ার আগে রুট ২৮ ও স্টোকস ১১ রান করেন। এরপর দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে নাম লেখাতে পারেননি।
আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৮৫ রানের মধ্যে বক্সবন্দি হয়ে যায় ইংলিশরা। সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে অজিরা ২৬৭ করে ইংলিশ দের সামনে ৮২ রানের লিড দাঁড় করায় ।
সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানেই গুটিয়ে যায় জো রুটরা। ফলে ইনিংস ও ১৪ রানের বড় জয় নিয়ে অ্যাশেজ জয় করে নিলো অস্ট্রেলিয়া।
এক নজরে কে স্কোরবোর্ড:
টস: অস্ট্রেলিয়া
ইংল্যান্ড (১ম ইনিংস):
রুট ৫০(৮২), স্টোকস ২৫(৬০), বেয়ারেস্টো ৩৫(৭৫), কামিন্স ৩৬/৩, লায়ন ৩৬/৩
অস্ট্রেলিয়া (১ম ইনিংস):
হ্যারিস ৭৬ (১৮৯), ওয়ার্নার ৩৮(৪২), স্টার্ক ২৪/৩৭, এন্ডারসন ৩৩/৪, রবিনসন ৬৪/২
ইংল্যান্ড (২য় ইনিংস) :
রুট ২৪(৫৯), স্টোকস ১১(১৬), বোল্যান্ড ৭/৬, স্টার্ক ২৯/৩
ফলাফল: অস্ট্রেলিয়া ১৪ রানে জয়ী।