বক্সিং ডে টেস্টে ১৮৫ রানে অলআউট ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজে বক্সিং ডে টেস্টের শুরুটাও ভালো করতে পারেনি ইংল্যান্ড। ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই টেস্ট হারার পর তৃতীয়টিতে এসে কামিন্স,স্টার্কদের বোলিং তোপে প্রথম দিনেই ১৮৫ রানে অলআউট হয়ে যায় সফরকারি ইংল্যান্ড।
মেলবোর্নে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যস্ত ইংলিশরা। ১৩ রানের মধ্যে দুই ওপেনারারের বিদায়ে দিশেহারা হয়ে পড়ে দলটি। হাসিব হামিদ ও জ্যাক ক্রলিকে ফাঁদে ফেলেন প্যাট কামিন্স।
বিপর্যয়ে দাঁড়িয়ে ৪৮ রানের জুটি গড়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন ডেভিড মালান ও অধিনায়ক জো রুট। মালানের ১৪ রানে বিদায়ে দলীয় ৮২ রানের মাথায় ফিরে যান রুটও। ইংলিশ অধিনায়ক রুট ছাড়া আর কেউ ৫০ ছুতে পারেনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তারপরেও জনি বেয়ারস্টো ও ওলি রবিনসন ১৮৫ পর্যন্ত নিয়ে গেছেন।
অজি বোলারদের মধ্যে প্যাট কামিন্স আর নাথান লায়ন পান ৩টি করে উইকেট। মিচেল স্টার্কের শিকার ২টি।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড:
৩য় টেস্টের প্রথম দিন
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৮৫/১০
মালান ১৪(৬৬), রুট ৫০(৮২), বেয়ারেস্টো ৩৫(৭৫), স্টোকস ২৫(৬০), কামিন্স ৩/৩৬, লায়ন ৩/৩৬