বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হবে আগামী ২০ জানুয়ারি। এক মাসের লড়াই শেষে এর পর্দা নামবে ২০ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি টাকা। রানার্সআপ দল পাবে এর অর্ধেক। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে ম্যাচগুলো হবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।
আজ বুধবার, ২২ ডিসেম্বর মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘প্রাইজমানি নিয়ে আজকে আমাদের সভায় কথা হয়েছে। এবার চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১ কোটি টাকা ও রানার-আপ দলের জন্য ৫০ লাখ টাকা।’
ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। থাকবে না কোনও আইকন ক্রিকেটার। ‘এ’ থেকে ’ই’ ক্যাটাগরি পর্যন্ত দেশি ও বিদেশি প্লেয়ারদের গ্রেডিং করা হবে। ‘এ’ গ্রেডে দেশিরা ৭০ লাখ আর বিদেশিরা ৭০ হাজার মার্কিন ডলার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন।
দুই টেস্ট খেলে নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ ক্রিকেট দল বাংলাদেশে আসার কথা রয়েছে। ৪-৫ দিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।